মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সুলতান আহমদ আর নেই। মঙ্গলবার ৩১ অক্টোবর সকাল ৯ টা ২৫ মিনিটের দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)।
কবি, সাহিত্যিক, লেখক অ্যাডভোকেট সুলতান আহমদ কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মরহুম আলী আহমদের সন্তান। তিনি কক্সবাজার শহরের নতুন বাহারছরা গাড়ীর মাঠ এলাকায় বসবাস করতেন। বহুমুখী প্রতিভার অধিকারী অ্যাডভোকেট সুলতান আহমদ ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নবীন আইনজীবী হিসাবে যোগদান করে সুদীর্ঘ ৪০ বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি দেওয়ানী মামলার কৌশুলী ছিলেন।
আইনজীবী সমিতির শোক :
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুলতান আহমদের মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন। সমিতির কার্যকরী কমিটির পক্ষে নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।