মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের বাহারছরা সমাজ কমিটির সহ সভাপতি, প্রবীণ সমাজসেবক দিল মোহাম্মদ সওদাগর আর নেই। শুক্রবার ৩ নভেম্বর ভোর সাড়ে ৬ টার দিকে বাহারছরাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)।
বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিবিদ মোহাম্মদ হোসাইন মাসু এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, দিল মোহাম্মদ সওদাগর বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। শুক্রবার ৩ নভেম্বর জুমার নামাজের পর বাহারছডা জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
বাহারছড়া সমাজ কমিটির শোক :
বাহারছড়ার বিশিষ্ট মুরুব্বী, বাহারছড়া বাজারের প্রবীণ ব্যবসায়ী, বাহারছড়া সমাজ কমিটির সহ-সভাপতি দিল মোহাম্মদ সওদাগরের মৃত্যুতে বাহারছডা সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ শামসুল হুদা ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সিরাজ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। কমিটির নেতৃবৃন্দ বলেন, মরহুম দিল মোহাম্মদ সওদাগর বাহারছডা সমাজের সকল কার্যক্রমে অগ্রভাগে থেকে নিস্বার্থ ভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন প্রকৃত অভিবাভক হারালো। যা সহজে পুরণ হবার নয়।