শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ায় বসতভিটার সীমানার জেরে চাচা মোজাহের মিয়া (৭৬) কে মাটিতে আছড়ে হত্যা করেছে আপন ভাতিজারা। গত রবিবার (২৯ অক্টোবর) উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন আহত মোজাহের মিয়া। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় বাড়িতে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়ার মোজাহের মিয়া গং এবং মোস্তাক আহমদ গং সাথে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল। এক পর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। গত রবিবার ভাতিজা কলিম উল্লাহ ও শওকত হোসেন মিলে হাত-পা ধরে মাথার উপরে তুলে মাটিতে আছড়ে মেরেছিল বৃদ্ধ চাচাকে। পরবর্তীতে, মুমূর্ষু অবস্থায় তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। পরে, সেখান তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়
তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করেন। ৫ দিন পর সেখান থেকে বাড়িতে আসলে তাঁর মৃত্যু হয়।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সোমবার সকালে নিহত মোজাহের মিয়ার লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।