নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের সমবায় সুপার মার্কেট এলাকায় নাজিম উদ্দীন নাবিল (২৮) নামক দোকান কর্মচারীকে পাওনা টাকার দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। সঙ্ঘবদ্ধ মারধরে তার মুখসহ শরীরের বিভিন্ন অংশ থেথলে দিয়েছে। ছিনিয়ে নিয়েছে ব্যবহারের মোবাইল ও নগদ টাকা।
সোমবার (৬ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় সাধারণ কর্মচারীদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা।
আহত নাজিম উদ্দীন এ.ছালাম মার্কেটের খরুলিয়া বস্ত্র বিতানে কর্মরত। সে কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়ন সমবায় সুপার মার্কেট সাব কমিটির সহসাধারণ সম্পাদক।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সমবায় সুপার মার্কেটের বেনারসি বস্ত্র বিতানে চাকুরী করতো নাজিম উদ্দীন। কর্মকালীন তার নিকট কিছু টাকা পাওনা ছিল দোকান মালিক মামুন। ওই টাকা দাবি করে অতর্কিত হামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে বেনারসি বস্ত্র বিতানের মালিক মোঃ মামুনুর রশীদ, তার ছোট ভাই মিজানুর রহমানসহ আরো কয়েকজন জড়িত।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মোঃ মামুনুর রশীদ বলেন, নাজিম উদ্দীনকে ২ মাস আগে আমার দোকান থেকে বিদায় করে দিই। ওই সময় তার নিকট থেকে কিছু টাকা পাওনা ছিলাম। সেই টাকা চাইতে গেলে উল্টো কথা বলে। তাতে সামান্য হাতাহাতি হয়েছে।
তবে হামলা না করলে নাজিম উদ্দীনের চেহারা রক্তাক্ত কেন হলো? জানতে চাইলে “ছবি এডিট” করা হয়েছে দাবি করেন দোকানদার মামুন।
এদিকে, নাজিম উদ্দীন নাবিলের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
তিনি বলেন, দোকান কর্মচারী নাবিলকে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় হামলা ও গুরুতর আহত করার ঘটনা খুবই নিন্দনীয় ও দুঃখজনক।
জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। অন্যতায় যে কোন পরিস্থিতির জন্য দোকান কর্মচারী ইউনিয়ন দায়ী থাকবে না।