মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে গত এক বছরে মৃত্যূবরণ ও পরলোক গমন করা ১০ জন আইনজীবী স্মরণে ফুলকোর্ট রেভারেন্স কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার ৯ নভেম্বর সকাল ১০ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজের এজলাস কক্ষে এই ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক নোটিশ দিয়ে বিজ্ঞ আইনজীবীদের অবহিত করেছেন। ফুলকোর্ট রেভারেন্সে ১০ জন আইনজীবীর বর্ণাঢ্য জীবনী পাঠ, তার উপর আলোচনা ও তাদের আত্মার মাগফেরাত ও সদগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। আইনাঙ্গনের চিরায়ত রেওয়াজ অনুযায়ী জেলার সকল আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ ও আইনজীবীগণ ফুলকোর্ট রেভারেন্সে অংশ নেবেন।

একইদিন সকাল ১১ টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে মৃত্যূবরণ ও পরলোকগমন করা ১০ জন আইনজীবী স্মরণে উম্মুক্ত শোক সভা অনুষ্ঠিত হবে।

যেসব প্রয়াত আইনজীবীর স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হবে তাঁরা হলেন-(১) অ্যাডভোকেট পীযুষ কান্তি চৌধুরী (২) অ্যাডভোকেট এ.কে.এম মোহসিনুল হক (৩) অ্যাডভোকেট সুলতান আহমদ (৪) অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমদ (৫) অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দে (৬) অ্যাডভোকেট শামশুল আলম (৭) অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া (৮) অ্যাডভোকেট জসিম উদ্দীন (৯) অ্যাডভোকেট রাবেয়া বেগম (১০) অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। অনুষ্ঠান ২টিতে মরহুম আইনজীবীদের স্বজনদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে আইনজীবী সমিতির আপ্যায়ন ও তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন জানিয়েছেন।

এই প্রথম কক্সবাজার জেলা আইনজীবী সমিতির একত্রে ১০ জন প্রয়াত আইনজীবীর ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হবে।

এদিন কক্সবাজার জেলা জজশীপ, সকল নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রয়াত আইনজীবীদের ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভায় আইনজীবী ও মরহুম আইনজীবীগণের স্বজনরা সহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক অনুরোধ জানিয়েছেন।