সিবিএন ডেস্ক:
সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন ৯৭ জন। এর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে নিয়োগ পেয়েছেন ১৯ জন। তাদের বিভিন্ন জেলায় পদায়ন করে ১৯ নভেম্বরের জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বলা হয়েছে, নির্ধারিত তারিখে যোগদান না করলে চাকরি করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
চট্টগ্রাম থেকে নিয়োগপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ আরিফকে টাঙ্গাইলে,কাজী রাকিব উদ্দিন হায়দারকে কিশোরগঞ্জ, আবদুর রহমানকে সিরাজগঞ্জ, নাজমুল হাসানকে নওগা, সানজানা হককে নেত্রকোনা িফাহমিদা হোসাইন তাসনিয়াকে সুনামগঞ্জ, সংগীতা ভট্টাচার্যকে হবিগঞ্জ, ফরিদপুরে তছলিমা আক্তার, রাজশাহীতে মো. মামুন, রংপুরে মো. এমরান, ফরিদপুরে মুহম্মদ সাজ্জাদুর রহমান ফরিদপুর, আবদুল্লাহ আল সায়েমকে বরিশালে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে কক্সবাজার থেকে নিয়োগ পাওয়া রুবায়েত ইসলাম জিলিয়ানকে শরীয়তপুরে, হবিগঞ্জে তানজিনা রহমান তানিন, কক্সবাজার, জামালপুরে আরফাতুল ইসলাম, ফরিদপুরেমো. মাঈন উদ্দিন, নেত্রকোনায় মো. শফিউল আলম, পাবনায় নাজমুল করিম ও পলিনা আক্তার স্মৃতিকে মাদারীপুর পদায়ন করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।