বার্তা পরিবেশক:
ডুলাহাজারায় পাগলির বিল গ্রামের ভিলিজারপাড়ায় মৎস্য ঘের ও পার্শ্ববর্তী ফসলি ক্ষেতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
লুট করেছে ঘেরের মাছ, মূল্যবান
মালামাল,আসবাবপত্র। নষ্ট করেছে প্রায় এক একর আয়তনের শীতকালীন সবজি ক্ষেত। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। ১৬ নভেম্বর দিবাগত রাত দুইটায় স্থানীয় যুবলীগ নেতা সাইফুল ইসলাম পুতুর মালিকানাধীন মৎস্য ঘের ও ফসলি ক্ষেতে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মৎস্য ঘের মালিক সাইফুল ইসলাম পুতু অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামী জিল্লুর রহমান, নেজাম উদ্দিন, বেলাল ড্রাইভার ও নিশানের নেতৃত্বে রাতের আধারে একদল সন্ত্রাসী এই হামলা ও লুটপাট চালায়। তিনি আরও জানান, ইতোপূর্বে একই সন্ত্রাসীরা তাঁর দীর্ঘদিনের স্বত্ব দখলীয় মৎস্য ঘের ও ফসলি জমিতে চাঁদা দাবি করে। এ নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার স্ত্রী শাহীন সুলতানা ও জাকের আহমদ বাদী হয়ে চকরিয়া আদালত ও থানায় দুটি মামলা দায়ের করে। বর্তমানে মামলা দুটি পিবিআই ও চকরিয়া থানা পুলিশ তদন্ত করছে। আমার ধারণা চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে রাতের আধারে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এদিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন ডুলাহাজারার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আয়াত উল্লাহ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ভুক্তভোগী সাইফুল ইসলাম পুতু।