প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ২৫ নভেম্বর অনুষ্টিতব্য কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড'স এসোসিয়েশন কমবা'র নির্বাচন বর্জন করেছে কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড'স এসোসিয়েশন কমবা'র নির্বাচনে অংশগ্রহনকারী সভাপতি,সাধারণ সম্পাদক সহ প্রত্যেকটি পদের পদপ্রার্থী এবং ভোটারবৃন্দ।
কমবা'র গঠনতন্ত্র বিহীন অবৈধ, অগণতান্ত্রিক নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী ও একপাক্ষিক সিদ্ধান্তের প্রতিবাদে নির্বাচন বর্জন করেছেন সভাপতি পদপ্রার্থী সুমন চৌধুরী বাবু,সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী প্রবাল পাল, অর্থ সম্পাদক পদপ্রার্থী সুজয় বিশ্বাস,দপ্তর সম্পাদক পদপ্রার্থী সুজন কর্মকার৷
উল্লেখ্য কমবা'র গঠনতন্ত্র বিহীন অবৈধ, অগণতান্ত্রিক নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী ও একপাক্ষিক সিদ্ধান্তের প্রতিবাদে নির্বাচন স্থগিতের আহবান জানিয়েছেন ভোটার শিল্পী উত্তম পাল,রাকিবুল হাসান,রানা পাল টিটু,আশিকুর রহমান আশেক,মোঃ রুহুল আমিন রাহুল,রতন দাশ,অংক্যচেন বাউল,আথেংলা,তারেক হাসান,সুজয় আচার্য্য,চন্দন দাশ,এ্যানি বড়ুয়া,সুব্রত দাশ,হ্নেল নাইন রাহুল,মোঃ মিজানুল হক,আকলিমা ইসলাম ইফতি, ক্যানিন, মঞ্জু বড়ুয়া রিয়া,রাফায়েত আল ইসলাম সহ অসংখ্য শিল্পীবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন,দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই সংগঠনটি কুচক্রী মহল দ্বারা দীর্ঘদিন নিয়ন্ত্রণ হয়ে আসছে। গঠনতন্ত্র
বিহীন,অস্বচ্ছ ভোটার লিস্টের মাধ্যমে অবৈধ,পক্ষপাত্বিতমূলক নির্বাচন আয়োজনের এই সিদ্ধান্তকে বয়কট করেছে কক্সবাজারের আপামর শিল্পীবৃন্দ।