শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসন থেকে তৃতীয় বারের মতো বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে তিনি কক্সবাজার-২ আসনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর-আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মহেশখালী উপজেলার মাতারবাড়ী জনসভা মঞ্চে কক্সবাজার-২ আসনের সংসদ-সদস্য আশেক উল্লাহ রফিককে দলীয় প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে তাকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ‘আশেককে দিয়ে গেলাম, রেখে গেলাম আপনাদের হাতে।’ অবশেষে তা সত্যি হলেন আশেক উল্লাহ রফিককে দলীয় মনোনয়ন দিলেন।
কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুতুবদিয়ার ৩৭ টি কেন্দ্র – ৯৫ হাজার ৫’শ ২৩ জন ভোটার।
এদিকে, দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিশ্চিত হওয়ায় কুতুবদিয়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল করেন। এতে, মিছিলে অংশ নেন,উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর ছিদ্দিকী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুনাইদুল হকসহ যুবলীগের অসংখ্য নেতাকর্মীরা।