নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রধ্যান ঝিরি এলাকার বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ব্যক্তি মৃত্যু বরণ করেছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার ভোর ৫টার সময় নুরুল আলম (৩৬) ধানের জমিতে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে পাশ্ববর্তী পাহাড় থেকে নেমে আসা শূকর মারার ফাঁদ পাততে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন। পরবর্তীতে তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশংকা জনক দেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়ার পথে রামু চাবাগান এলাকায় মৃত্যুবরণ করেন।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার জানান, ময়না তদন্তের বিষয়ে নিহত ব্যক্তির স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন,পরে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়েছে।