ফারুক আহমদ , উখিয়া :
জেসিআই বাংলাদেশ প্রতি বছর ১০ জন করে ৪০ বছরের কম বয়সী অসামান্য তরুণকে সম্মাননা দিয়ে আসছে। এবারও বাংলাদেশ জেসিআই টেন আউটস্ট্যান্ডিংইয়াং পার্সনস (জেসিআই টয়োপ ২০২১) শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করে।
গত শুক্রবার রাতে কক্সবাজারের উখিয়ার ইনানীর রয়েল টিউলিপে ২ দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সম্মাননা অনুষ্ঠান ও বীচ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বক্তব্যে তিনি বলেন সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টায় বাংলাদেশ কে উচু শিখরে নিয়ে যেতে পারে তরুণরা । যে উন্নয়ন মানুষ কে আত্মকেন্দ্রিক করে সেটি উন্নয়ন নয়, যে উন্নয়ন বস্তুগত উন্নয়ন সেটিতে এগিয়ে আসতে হবে। কল্যাণকর রাষ্ট্র গঠনে তরুনরাই পারবে বলে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য মন্ত্রী।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সওয়ার কমল।
জেসিআই বাংলাদেশের ২০২১ সালের জাতীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জাতীয় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের জাতীয় নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরফান হক, জাতীয় নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লিসা জাহান, জাতীয় মহাসচিব রুমানা চৌধুরী, জাতীয় সহ-সভাপতি মাহমুদ উন নবী, বাংলাদেশ ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আকিফ মাহির, জাতীয় কমিটি চেয়ার মেহেদী হোসেন, জাতীয় প্রশিক্ষণ কমিশনার সৈয়দ মোসায়ের আলম, জাতীয় পরিচালক খাদিজা আক্তার ও কাজী ফাহাদ।
অসামন্য অবদানের জন্য টয়োপ-২০২১ এ পুরস্কারপ্রাপ্তরা হলেন- আইনী বিষয়ে ব্যারিস্টার ইফতেখার জোনায়েদ, মানবিকে তাজদীন হাসান, অর্থনীতিবিদ হিসেবে ড. আশিকুর রহমান, প্রযুক্তিগত উন্নয়নে মনির হোসেন, উদ্যোক্তা অর্জনে জিয়া আশরাফ, ব্যবসায়িক সাফল্যে আসিফ জহির, একাডেমিক কৃতিত্বে প্রকৌশলী মেহেদী হাসান, ব্যক্তিগত কৃতিত্বে সাশীন মাসুদ হাসান, রাজনৈতিক বিষয়ে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, ব্যক্তিগত কৃতিত্বে অসামান্য অবদানের জন্য আল শাহরিয়ার আহমেদ।
জেসিআই বাংলাদেশ জাতীয় কমিটির সভাপতি নিয়াজ মোরশেদ এলিট বলেছেন অসামান্য কৃতিত্বের জন্য সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা তাদের উদ্যোক্তা মনোভাব এবং নৈতিক নেতৃত্বের দুর্দান্ত উদাহরণ তৈরি করে আসছে। ব্যবসা, বৈজ্ঞানিক প্রচেষ্টা, বা সমাজে তাদের কার্যক্ষেত্র যাই হোক না কেন, এই তরুণ সক্রিয় নাগরিকরা স্থানীয় এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করে চলেছেন।
উখিয়ার স্বনামধন্য প্রতিষ্টান মের্সাস ছয় তারা রাইচমিলের পরিচালক তরুণ ব্যবসায়ী হুমায়ুন কবির রুবেল জানান, জেসিআই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কক্সবাজারে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করেন। গত শনিবার জমকালো আয়োজন বীচ কার্নিভালের মাধ্যমে এটি সম্পন্ন হয় ।
জানা যায়, জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নেতাদের একটি বিশ্বব্যাপী সংগঠন যারা নিজেদের এবং বিশ্বের ইতিবাচক পরিবর্তন তৈরি করতে নিবেদিত। জেসিআই-এর ১০৫টি দেশে ১৫০,০০০ এরও বেশি সক্রিয় সদস্য রয়েছে।