শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর সমাপনী (পি.এস.সি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে বুধবার ( ২৯ নভেম্বর) স্কুল মিলনায়তনে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সভাপতি আব্দুল রহিম সিকদার রাসেলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শহীদুল্লাহ,উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি হারুনুর রশীদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার উপর অনেক গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই, উপবৃত্তিসহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে। এছাড়াও শিক্ষা খাতে সরকারের সফলতার কথা ও তুলে ধরেন তাঁরা।
এছাড়া,কৈয়ারবিল কে,এস রেডক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ, কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল, মনোহারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিমল কান্তি শীল, কুতুবদিয়া আইল্যান্ড হাইস্কুলে প্রধান শিক্ষক এম সালমান সাকিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরে,বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।