মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া মৌলভী পাড়া নিবাসী আবুল হোছাইন সিকদার (৯৬) আর নেই। মঙ্গলবার ৫ ডিসেম্বর রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)।
আবুল হোছাইন সিকদার মরহুম আবদুল আলী সিকদারের জেষ্ঠ পুত্র, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.কে আহমদ হোছাইনের বড় ভাই এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: ছুরত আলমের পিতা।আবুল হোছাইন সিকদার বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
বুধবার ৬ ডিসেম্বর বিকাল ৩ টায় হলদিয়া পালং শুক্কুর মাস্টারের মসজিদ সংলগ্ন কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।