দেলওয়ার হোসাইন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় সামাজিক সংগঠন ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের প্রবীণ চিকিৎসক মরহুম মনিরুজ্জামান চৌধুরীর কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক নিউইয়র্ক প্রবাসী উদ্যোক্তা সরওয়ার জামান চৌধুরী (সিপিএ)এর পৃষ্ঠপোষকতায় সামাজিক সংগঠন ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশন উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে এ নদগ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে ৬ ডিসেম্বর বুধবার বিকেলে পেকুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সহায়তা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশনের শিক্ষা কর্মসূচির আহবায়ক পেকুয়ায় সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে সাংস্কৃতিক কর্মী এফ এম সুমন ও সংবাদ কর্মী দেলওয়ার হোসাইনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।
এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট উদ্যোক্তা সরওয়ার জামান চৌধুরী (সিপিএ)।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, এনজিও সংস্থা এ্যাকশান এইডের সাবেক পরিচালক মোহাম্মদ জাকারিয়া, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোহাম্মদ জহির উদ্দিন, ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক, বিশিষ্ট রাজনৈতিক আসাদুজ্জামান চৌধুরীসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশন সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সংগঠনটি পেকুয়ার গরীব শিক্ষার্থীদের পাশে দাড়ানোসহ শিক্ষার প্রচার প্রসারে ব্যাপক কাজ করে যাচ্ছেন।
এসময় প্রধান পৃষ্ঠপোষক ও অনুষ্ঠানের উদ্বোধক নিউইয়র্ক প্রবাসী সরওয়ার জামান চৌধুরী বলেন, আমি নিউইয়র্কে বসে বিভিন্ন নিউজ দেখে এই শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য ছুটে এসেছি। আমি পেকুয়ার সন্তান আমি আমার দায়বদ্ধতা থেকে নিজ গ্রামে কিছু করার জন্য ছুটে এসেছি৷ আমি চাই পেকুয়ার শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে শিক্ষা থেকে ঝরে না পড়ে।
এসময় তিনি পেকুয়ায় একটি কারিগরি টেকনিক্যাল কলেজ গড়ার ও ঘোষণা দেন।
আয়োজিত অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
এসময় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সরওয়ার জামান চৌধুরী (সিপিএ)কে সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।