সাজন বড়ুয়া সাজু :
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎ স্পর্শে আশরাফুল জান্নাত এনি নামে ১৭ বছরের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। চকরিয়া পৌরসভার পুরাতন বিমানবন্দর সড়কের বাসার ছাদে মোবাইলে কথা বলা অবস্থায় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শে তার মৃত্যু হয়।
শুক্রবার বেলা ১টার দিকে পৌরসভা ৩নং ওয়ার্ড বিজয় মঞ্চ সংলগ্ন সায়মা প্লাজার তয় তলার ছাদে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান শুক্রবার জুমার নামাজের পূর্বে মেয়েটি মোবাইল ফোনে কথা বলা অবস্থায় বৈদ্যুতিক তারের স্পর্শে ছাদ থেকে পড়ে যায়।
পরে চকরিয়া ফায়ারসার্ভিস,থানা পুলিশ ঘটনাস্থল তাকে থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমল্পেক্স এ নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক, এমনটাই জানিয়েছেন চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিটন কান্তি দেব।
এদিকে স্থানীয়রা আরও বলেন এর আগেও একই এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলেও জানানা
নিহত মুন্নী কুতুবদিয়া বড়খোপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিনমজুর মোহাম্মদ শামীমের মেয়ে।সে তিন বছর ধরে সায়মা প্লাজায় মুছার বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করছিলো।