নিজস্ব প্রতিবেদক :
এস.এস.সি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 শনিবার সকাল দশটায় কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে একটি খেলা অনুষ্ঠিত হয়। একদিকে অংশগ্রহণ করে ৯৯ ক্রিকেট একাদশ চকরিয়া অপরদিকে ৯৯ উখিয়া উপজেলা ক্রিকেট টিম। ৯৯ ক্রিকেট একাদশ চকরিয়া এর ক্যাপ্টেন শাহেদ মাহমুদ রুবেল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারের খেলায় ৯৯ উখিয়া উপজেলা ক্রিকেট টিম ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। ৯৯ উখিয়া উপজেলা ক্রিকেট টিমের পক্ষে সর্বোচ্চ সাইফুল(২) ২৮ রান, ফোরকান ২৭ রান,ওয়াহিদ রুবেল ১৭ রান, মিন্টু ১৩ রান সংগ্রহ করে। ৯৯ ক্রিকেট একাদশ চকরিয়া এর পক্ষে কানন ৪টি, সোহেল ৩টি, শিমুল ১টি উইকেট লাভ করে।
জবাবে ১৪০ রানের টার্গেটে খেলতে নেমে ৯৯ ক্রিকেট একাদশ চকরিয়া দুর্দান্ত বোলিং চাপের মুখে পড়ে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। ৯৯ ক্রিকেট একাদশ চকরিয়া এর পক্ষে কানন সর্বোচ্চ ৩৪ রান,লিটন ২৫ রান,শাহ আমানত ১৩ রান,শিমুল ১১ রান সংগ্রহ করে। উখিয়া উপজেলা ক্রিকেট টিমের পক্ষে মিন্টু ৩টি, ক্যাপ্টেন সাইফুল ১টি,সাইফুল(২) একটি,পলাশ একটি উইকেট সংগ্রহ করে।
ফলাফল: ৯৯ উখিয়া উপজেলা ক্রিকেট টিম ১৩ রানে জয়ী। সাইফুল(২) ব্যক্তিগত ২৮ জন ও এক উইকেট এর বিনিময়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। সেই সাথে ৯৯ ক্রিকেট একাদশ চকরিয়ার কানন চার উইকেট নিয়ে শেষ্ট বোলার নির্বাচিত হয়।