ইমাম খাইর, সিবিএনঃ
রামুর রশিদ নগর নাদেরুজ্জামান উচ্চবিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক (গনিত) জহির আহমদ (৫৩) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (১০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ৪ নং ওয়ার্ডের মধ্যম নাপিতখালীস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি পোকখালি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মরহুম আব্দুল করিমের ছেলে ও ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা সৈয়দ নূরের ভাতিজা।
জহির আহমদ দুই মেয়ে সন্তানের জনক।
আজ (রবিবার) বাদে আসর মধ্যম নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুর সংবাদটি জানিয়েছেন মরহুমের চাচাতো ভাই ও ডেলটা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ডিজিএম মিজানুর রহমান।
তিনি জানান, জহির আহমদ ইসলামপুরের আহমদিয়া সল্টের মালিক। নাদেরুজ্জামান উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন। স্ট্রোক আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে বাড়িতে চিকিৎসাধীন ও শয্যাশায়ী ছিলেন।
মরহুম ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমান।
বাদে আসর জানাজা
নাদেরুজ্জামান উচ্চবিদ্যালয়ের শিক্ষক জহির আহমদের মৃত্যু
