মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার বার ইউনিটের উদ্যোগে কক্সবাজারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।

রোববার ১০ ডিসেম্বর সকালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে, তরুন আইনজীবী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোটের অধিকারের সাথে গণতন্ত্র ও মানবাধিকার জড়িত। তাই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে অর্নিবাচিত সরকারের অধীনে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পাতানো নির্বাচন প্রতিহত করতে হবে। মানবাধিকার সহ সকল ন্যায্য অধিকার আদায়ে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-২, অ্যাডভোকেট সলিমুল মোস্তফা, অ্যাডভোকেট মোক্তার আহমদ-৩, অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ মীর মোশাররফ হোছাইন টিটু, অ্যাডভোকেট ছৈয়দুল ইসলাম, অ্যাডভোকেট রাবেয়া সুলতানা, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল, অ্যাডভোকেট খোরশেদ আলম ভুলু, অ্যাডভোকেট ইফতেখার মাহমুদ, অ্যাডভোকেট ফয়সাল মোশারফ ফয়েজ, অ্যাডভোকেট মহিউদ্দিন, অ্যাডভোকেট ফরিদুল আলম সহ প্রায় অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন।
4:33 PM