মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মুহম্মদ শাহীন ইমরান কক্সবাজারের জেলা প্রশাসক পদে দায়িত্ব গ্রহনের একবছর পূর্তি আজ সোমবার ১১ ডিসেম্বর। ২০২২ সালের এদিনে কক্সবাজারের তৎকালীন বিদায়ী জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ থেকে কক্সবাজারের ২৩ তম জেলা প্রশাসক হিসাবে তিনি দায়িত্ব গ্রহন করেন।

দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে সোমবার সকালে জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে আসলে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা কালেক্টরেট সহকারী সমিতির পক্ষে প্রশাসনিক কর্মকর্তা এহসানুল করিম, সভাপতি নাজির স্বপন পাল, সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসকের গোপনীয় সহকারী এম. ফরিদুল আলম ফরিদ এর নেতৃত্বে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান-কে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “জেলার সর্বস্থরের মানুষের আস্থা ও ভালোবাসায় আমি মুগ্ধ। এ ভালোবাসা আমাকে প্রেরণা ও প্রত্যয়ে সমৃদ্ধ করেছে। এ ভালোবাসার ঋন আমি কখনো শোধ করতে পারবোনা।”

কক্সবাজারে বিগত এক বছর তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলার সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ, সর্বস্থরের জনসাধারণ তাঁকে সহযোগিতা করায় সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ভবিষ্যতেও সুষ্ঠু ও সুন্দরভাবে কক্সবাজারে দায়িত্ব পালনে তিনি সকলের অনুরূপ সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বিসিএস (প্রশাসন) ২৫ তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স, মার্স্টার্স করা চৌকস কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান তাঁর চাকুরিজীবনে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে।