নিজস্ব প্রতিবেদকঃ
তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসা কক্সবাজার শাখার হিফয সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান এবং সবিনা খতমকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) শহরের পাহাড়তলী কচ্ছপিয়া পুকুর পাড়স্থ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
শাখা প্রধান ক্বারী ইয়াহিয়া মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ রিয়াদ হায়দার, বায়তুশ শরফ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ নুরুল আবছার।
অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন উখিয়া রুমখাপালং আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রহমাতুল্লাহ।
শাখা কোঅর্ডিনেটর মোঃ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে আমিনুল হিফম হাফেজ ইফাজ উল্লাহসহ প্রতিষ্ঠানের হিফজ বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার সবিনা খতম করে সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন, হাইফা বিনতে ফোরকান (ষষ্ঠ), শারিফা বিনতে ফোরকান (৫ম), তাহসিনা সাদিয়া (৫ম), সায়েমাতুল খদিজা সাফা (চতুর্থ), সুমাইয়া বিনতে শহীদ (৩য়) ও সাবিহা নুর নোভা (ষষ্ঠ)।
এছাড়া চারজন শিক্ষার্থী হিফয সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে ৭ জন আমপারা সবক, ৯ জন নাযেরা সবক এবং ১জন শিক্ষার্থী হিফয সবক গ্রহণ করেছেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।