,মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে আকিজ কুমির প্রজনন কেন্দ্রের জঙ্গল থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ ধরা পড়েছে। ১৪ ফুট দৈর্ঘ্যের প্রায় ২৮ কেজি ওজনের অজগর সাপটি ধরেছেন আকিজ কুমির প্রজনন কেন্দ্রে দায়িত্বরত বণ্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ আসিফ।
সাপটি অবমুক্ত করার জন্য মঙ্গলবার ৩০ নভেম্বর বিকাল সাড়ে টায় সময়ে কক্সবাজারের উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নিকট হস্তান্তর করেছে।অজগর সাপটি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন আকিজ ওয়াইল্ড লাইভ ফার্মের পক্ষে আকিজ গ্রুপের ম্যানেজার (অপারেশন) মো.তৌহিদুল ইসলাম,আকিজ কুমির প্রজনন কেন্দ্রের বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ আসিফ,আজিজ গ্রুপের কর্মকর্তা(ভুমি)রেজাউল করিম,জসিম উদ্দিন,অডিট অফিসার তোফাজ্জল হোসেন,স্থানীয় সমাজকর্মী শাহাদাৎ উল্লাহ, সাংবাদিক শ.ম.গফুর প্রমুখ সহ আকিজ কুমির প্রজনন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।