সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনো ডালপালা মেলে আছে। এরা স্বাধীনতার শত্রু, দেশের শত্রু। বিজয় কে সংহত করার পথে প্রধান বাধা। মুক্তিযুদ্ধবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুজিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিমের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা অনুষ্টিত হই।
বক্তার বলেন,বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই অপশক্তি বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’
৭১ সালে যে অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল, সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনো ডালপালা মেলে আছে। তারা স্বাধীনতার শত্রু এবং বিজয়কে সংহত করার পথে প্রধান বাধা। বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি হুমকি দিচ্ছে, দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ৭১’র চেতনা আর আত্মশক্তিতে বলীয়ান জাতি কখনো পরাজিত হতে পারে না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা এড.রনজিত দাশ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎজ্জল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.ছৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তছলিমা আকতার রুমানা প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ নেতা এড.তাপস রক্ষিত , রহিম উদ্দিন,নুরুল আজিম কনক,কাউন্সিলর এম.এ.মনজুর, সাইফুদ্দিন খালেদ,ড.নুরুল আবছার,মোহাম্মদ মহীদুল্লাহ,মির্জা ওবাইদ রুমেল, মিজানুর রহমান হেলাল,এড.নুরুল ইসলাম সায়েম, জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি আয়েশা সিরাজ, জেলা শ্রমিক লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) শফিকুর রহমান কালু,, পৌর আওয়ামী লীগের সহসভাপতি সেলিম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এ.বি. ছিদ্দিক খোকন,পৌর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, নুরুল আলম পেঠান, জেলা মৎস্যজীবি লীগের সহসভাপতি মোহাম্মদ তৈয়ব, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন,এড.সরওয়ার কামাল, মিজানুর রহমান হিমেল, রাসেদুল হক সোহেল, নুরুল আলম, বাবু, জেলা যুব মহিলা লীগ নেত্রী জেসমিন আকতার, সেলিনা আকতার সহ অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে শহীদবুদ্ধিজীবি ও শহীদদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন আলহ্বাজ মৌলানা আবদুল হাকিম।
এর আগে, সকাল ১০ টায় ১৭ ইসিবি ধ্যভুমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।