সংবাদ বিজ্ঞপ্তি:
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে কক্সবাজার পৌরসভা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে ভোরে বধ্যভূমিতে কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সালাউদ্দিন সেতুর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র সালাউদ্দিন সেতু।
সভাপতির বক্তব্যে তিনি বলেন বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তানদের ১৯৭১ সালের আজকের এই দিনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বাঙালি জাতিকে মেধাশূণ্য করতে এক অপপ্রয়াস চালায় পাকিস্তানিরা। তারপরও আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশকে কখনই দাবিয়ে রাখা যাবে না। আমাদেরকে কাধে কাধ মিলিয়ে এ দেশকে এগিয়ে নিতে হবে।
এই সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সারোয়ার সালাম, প্যানেল মেয়র-২ ওমর ছিদ্দিক লালু, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, সমাজ কল্যান কর্মকর্তা শামিম আকতার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ খোরশেদ আলম বক্তব্য রাখেন।
এই সময় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।