মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের খোদাইবাড়ি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার আরডিএস অফিসার নুরুল ইসলাম ভুট্টো নিহত হয়েছেন। রোববার ১৭ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে মোটর সাইকেলের সাথে একটি কভার্ড ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম ভুট্টো চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ঢুমখালী গ্রামের মোঃ ইসহাকের পুত্র। সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম ভুট্টো নিহত হওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।