আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ঘুমতলী এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ৩১হাজার ইয়াবাসহ মোঃহেলাল উদ্দিন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক ঐ ব্যক্তি হ্নীলা ইউনিয়নের পূর্ব রঙ্গিখালী এলাকার জাহেদ হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া) অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম জাদিমুড়া ঘুমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রো-ট-২০-৬২২০ নম্বর যুক্ত একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩১হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।এসময় মাদক পাচারে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।