আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। এসময় এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ওই রোহিঙ্গা হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ ক্যাম্পের ব্লক সি/৬,বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মোঃ ইসলাম (৩২)।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন, বুধবার দুপুরে ২৬নং শালবাগান ক্যাম্পের ব্লকএ/৯ সংলগ্ন পাহাড়ের পাদদেশে রোহিঙ্গা রফিকের বসত ঘরের পিছনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় শালবাগান ক্যাম্পের এপিবিএন পুলিশের একটিটিম অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে উক্তস্থান তল্লাশি করে একটি ব্যবহৃত মোবাইল ফোন ও পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিন মোড়ানো প্যাকেটের ভেতর থেকে ১০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া অপরদিকে মঙ্গলবার রাতে শালবাগান ক্যাম্পের ব্লক-ডি/১,রাস্তায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৬০০ ইয়াবাসহ হাতেনাতে মোঃ ইসলাম (৩২) নামে এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, উদ্ধার ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।