মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
তথ্য অফিস লামার আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভা এলাকার হলি চাইল্ড পাবলিক স্কুল হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয় ) হাসিনা আক্তার ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. তানফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনান। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন- সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রানী দাশ, স্কুলের প্রধান শিক্ষক বাপ্পী দাশ, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সাংবাদিক মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয় বলে জানান সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ।