জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়:
মধ্যপ্রাচ্যে যেভাবে আরব বসন্তের মাধ্যমে বিভিন্ন দেশের স্বৈরাচারের পতন হয়েছে, সেভাবেই বাংলাদেশে বাংলা বসন্তের মাধ্যমে সরকার কে পদত্যাগে বাধ্য করা হবে সরকারকে হুমকি দিয়েছেন গণধিকার পরিষদের নেতারা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক পথসভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, "মধ্যপ্রাচ্যে যেভাবে আরব বসন্তের মাধ্যমে বিভিন্ন দেশের স্বৈরাচারের পতন হয়েছে, সেভাবেই বাংলাদেশে বাংলা বসন্তের মাধ্যমে সরকার কে পদত্যাগে বাধ্য করা হবে।৭ তারিখের নির্বাচনের পরেও এই আন্দোলন চলতে থাকবে।"
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান বলেন, "আওয়ামী লীগ এখন ১০ শতাংশ মানুষের সরকার। আমরা ৯০ শতাংশ মানুষ এই সরকারের পক্ষে নাই। আমরা সংখ্যায় কম হলেও রাস্তায় আছি।"
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বিরোধীদলের নেতা-কর্মীদের মামলা হামলা চালিয়ে দমন করার অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান বলেন,"সরকার ক্ষমতায় থাকার জন্য দমন-পীড়ন চালিয়ে বিরোধী রাজনৈতিক কর্মীদের কে জেলে ভরছে। তাই আমাদের কে সতর্ক থাকতে হবে। দেশটা কে পুড়িয়ে দিচ্ছে।"
ভারতের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, " ভারত সুন্দরী নারীদের মতো বাংলাদেশের সম্পদ ভোগ করছে।নির্বাচন কে নির্বাসনে পাঠিয়ে বাংলাদেশ কে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করছে ভারত।"
বিএনপির অসহযোগ আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে তিনি বলেন,"সরকারের পতন না হওয়া পর্যন্ত বিরোধীদলের নেতাকর্মীরা আদালতে হাজিরা দিবে না।"
পথসভা শেষে প্রেসক্লাবের সামনে থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে গণধিকার পরিষদের নেতাকর্মীরা।