সংবাদ বিজ্ঞপ্তি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতিসহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা আহবান করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। শনিবার (২৩ ডিসেম্বর) শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির সকল নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগ (জেলা সদর), উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।