সিবিএন ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করতে আরও দুই দিনের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। যুগপতে থাকা অন্যান্য রাজনৈতিক দলও এই কর্মসূচি পালন করবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল বিফিংয়ে এ ঘোষণা দেন বিএপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নতুন কর্মসূচি অনুযায়ী আগামী শুক্র ও শনিবার দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। এর আগে ঘোষণা করা তিন দিনব্যাপী এ কর্মসূচি শেষ হচ্ছে আজ ।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি।