মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন ২ দিনের সফরে শনিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজার আসছেন।
সচিব মো: মোকাম্মেল হোসেন শনিবার সকাল সাড়ে ৮ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন।
সকাল ৯ টায় তিনি কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজ পরিদর্শন করবেন। একইদিন বিকেল ৩ টায় তিনি টেকনাফের সেন্টমার্টিনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত পর্যটন সেবা কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।
পরদিন রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় তিনি পর্যটন শিল্পের বিকাশে সেন্টমার্টিনে অবস্থিত আকর্ষনীয় স্থান সমুহ পরিদর্শন করবেন। সচিব মো: মোকাম্মেল হোসেন রোববার দুপুর ২ টায় হোটেল শৈবাল এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের সচিবের সফরসঙ্গী হবেন।
একইদিন সন্ধ্যা ৬ টায় সচিব মো: মোকাম্মেল হোসেন ২ দিনের কক্সবাজার সফর শেষে কক্সবাজার ত্যাগ করবেন বলে সচিবের একান্ত সচিব এস.এম সাদিক তানভীর (সিনিয়র সহকারী সচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।