ইয়াছির আরাফাত খোকন, সংযুক্ত আরব আমিরাত:
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবার আগে ইংরেজি নববর্ষ নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। অস্ট্রেলিয়ার সিডনিতেও আলো ঝলমলে, আকর্ষণীয় আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে আর বিশ্বের প্রথম দেশ হিসাবে নিউজিল্যান্ডেরও একঘন্টা আগে নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ কিরিবাতির বাসিন্দারা। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাইয়ে জমকালো আয়োজনে মাধ্যমে খ্রিস্টীয় নতুন বছর ২০২৪ কে বরণ করেছে। লাল নীল সবুজ রংয়ের আতশবাজি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে আয়োজনের প্ররিসমাপ্তি হয়। দেশটির এক জরিপে জানা যায় আরবদেশ, ইউরোপ, এশিয়া, আফ্রিকা,সহ পৃথিবীর ৬৭ দেশের নাগরিক বসবাস করে আমিরাতে। পৃথীবির বিভিন্ন দেশের পর্যটকরা হ্যাফি নিউ ইয়ার উদযাপন জন্য এই সময়টায় আমিরাতে অবস্থান করে ।পর্যটক ব্যবসায়ীরা পর্যটকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ছাড় ও অফার দিয়ে থাকে এই সময়ে। শপিং মল গুলো ও ইংরেজি নতুন বছরকে বরণে পিছিয়ে নেই। ডিসকাউন্ট, বিশেষ ছাড়, ধামাকা অপার মূল্যহ্াস দিয়ে পণ্য বিক্রির প্রতিযোগিতা যেন চোখে পড়ার মত। মার্কেট গুলোতে উপছেপড়া ভীড় , ক্রেতাদের একটাই চিন্তা অপার চলমান অবস্থায় ডিসকাউন্ট সুবিধা গ্রহণ করা। প্রবাসী বাংলাদেশি ক্রেতা মোশারফের সাথে আলাপ করে জানা যায় বছরের অন্য সময়ে পণ্যের দাম অনেক বেশি থাকে নতুন বছর কে কেন্দ্র করে মূল্যছাড় পাওয়াতে অনেক খুশি, কমদামে পছন্দের জিনিসপএ কিনতে পেরে।নতুন বছরকে কেন্দ্র করে মুরুরদেশ আমিরাত সাজে নবরুপে, শহরটির বিভিন্ন বিনোদন কেন্দ্র, অফিসপাড়া, আদালত, সপিংমল, পর্যটন স্পর্ট, সহ আকর্ষণীয় স্থান গুলো আলোকসজ্জায় পরিনত হয়েছে।আমিরাতের অন্যতম আকষর্নীয় স্থান বুর্জ খলিফা সেজেছে নতুন মহিমায়। দুবাই বুজ খলিফায় লাখো পর্যটক ও স্থানীয় দের উপস্থিতিতে বারোটা এক মিনিটে হাজারো আতশ বাজির ঝলকানিতে রঙ্গিন করে দেয় দুবাইয়ের আকাশ। এক সাথে একই কন্ঠে লাখো মানুষের উপস্থিতিতে উচ্চারিত হয় হ্যাফি ইয়ার ২০২৪..। উপস্থিত সকলের প্রত্যাশা বিদায় ২০২৩। নতুন বছর নতুন আংগিকে সবার জীবনে নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি।আমাদের জীবনে এলো আরেকটি নতুন বছর। এলো নতুন সূর্য এতে আছে অন্ধকার কেটে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। পুরোনো বছরের গ্লানি ভুলে নতুনকে বরণ করার উৎসবে সারা বিশ্বের একাত্মতা বিশ্ববাসীকে একটু হলেও এক সুতায় গেঁথে রাখবে। নতুন আশায়, স্বপ্নে উদ্দীপ্ত হয় মানুষ। সাফল্যে ঔজ্জ্বল হয়ে উঠবে, মুছে যাবে ব্যর্থতার গ্লানি—এমন প্রত্যাশায় মানুষ উজ্জীবিত হয়।