সংবাদ বিজ্ঞপ্তি:
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম - সিইএইচআরডিএফ এর উদ্যোগে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
চেইন্দা লারপাড়ায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে স্থানীয় কৃষক হাবিব আহমেদ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।
ডায়ালগের তত্ত্বাবধায়ক ও সিইএইচআরডিএফ এর সহকারী প্রধান লিডার(এলডিএস) আব্দুল মান্নান রানা'র সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর ফোকাল অর্গানাইজার(টেকনিক্যাল) শাহ আবু বক্কর, রামু টিম সেক্রেটারি জেসমিন আক্তার এবং এক্টিভিস্ট আনাস ইবনে শামসু।
প্রধান অতিথির বক্তব্যে সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া বলেন, আমরা একটি বৈষম্যহীন, মানবিক, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন এ সংলাপের উদ্দেশ্য একটি গণমুখী রাষ্ট্রব্যবস্থা, জনকল্যাণ ও দায়িত্বশীল নাগরিক তৈরি। তিনি বলেন ভবিষ্যৎ পৃথিবীতে প্রজন্মের টেকসই অগ্রগতির জন্য আমাদের সমাজে সকলকে একসাথে কাজ করে এগিয়ে যেতে হবে। সকলকে একে অপরের পাশে হাত বাড়াতে হবে। রাজনীতি বিষয়ে তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সহকারী প্রধান লিডার(এলডিএস) আব্দুল মান্নান রানা বলেন, জনকল্যাণের দায়িত্ব সরকারের। কিন্তু দেশের সামগ্রিক উন্নয়নে গ্রাম ও শহর এলাকার মানুষের মাঝে বিশাল বৈষম্য রয়ে গিয়েছে। এ থেকে উত্তরণে গ্রামীণ জনগণকে আরো অধিকার সচেতন হতে হবে।
জানুয়ারি কীভাবে বছরের প্রথম মাস হিসেবে নির্দিষ্ট হলো
নতুন বছরে বাংলাদেশের সামনে থাকবে যে সাতটি প্রধান চ্যালেঞ্জ
ফোকাল অর্গানাইজার (টেকনিক্যাল) শাহ আবু বক্কর বলেন, এই দেশ, এই রাষ্ট্র আমাদের। এর ভাল, মন্দ, কল্যাণ, অকল্যাণ দেখার দায়িত্ব আমাদের। আমাদের সন্তান-সন্ততির জন্য এই দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে।
রামু টীম সেক্রেটারি জেসমিন আক্তার বলেন, আমরা আপনাদের জন্যই কাজ করি। বিগত এক যুগ ধরে আমাদের সংগঠন জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়।
কমিউনিটি সংলাপ অংশগ্রহণ করেন এলাকাটির স্থানীয় অর্ধশতাধিক নারী, পুরুষ, কিশোর-কিশোরী ও যুবারা।
আরো খবর: ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইজাজুল কবির রুয়েল
কক্সবাজার ও বিশ্বের আরো খবর পেতে সংযুক্ত থাকুন CoxsBazarNEWS.com এবং আমাদের ফেসবুক পেইজে