এম আবু হেনা সাগর,ঈদগাঁও
সারাদেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁওতে ও শীতের সকালে মিষ্টি রোদে হাতে হাতে নতুন বই। চোখে মুখে খুশির ঝিলিক। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা ক্ষুদে শিক্ষার্থীরা। নতুন ক্লাসের নতুন পাঠ্যবই পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠলো কচি কাঁচা ছাত্রছাত্রীরা। নতুন বছরের প্রথম দিনে ঈদগাঁওতে নব প্রতিষ্টিত আন নূর একাডেমীতে পাঠ্যপুস্তক উৎসবের মধ্যদিয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা ঘটেছে।
(১ জানুয়ারি) সোমবার সকাল এগারটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও ইউনি য়নের আলমাছিয়া মাদ্রাসার গেইট সংলগ্ন নাসী খালের পাশঘেষে মনোরম পরিবেশে অবস্থিত সিরাজ ভবনে বই উৎসব শুরু হয়। একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল পরিচালনায় সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রেখেছেন, আন নূর একাডেমীর চেয়ারম্যান জাহেদুল ইসলাম,নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন ও ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী এম আবু হেনা সাগর।
উপস্থিত ছিলেন- একাডেমীর শেয়ার হোল্ডার সিরাজুল ইসলাম, শিক্ষক মাওলানা রুহুল আমিন,হাফেজ মীর সাঈদ,হাফেজ ইউসুফ ও মহিলা শিক্ষিকা তাসনিন ইবনাত,সাজেদা আজিজা রুনুসহ অভিভাবক এবং নবাগত ছাত্র ছাত্রীরা অংশ নেন। নতুন সকল শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরন করা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বই,ক্যালেন্ডার বিতরণ করা হয়। পরে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।