বাংলাদেশ রেলওয়ে বুধবার (৩ জানুয়ারি) ১০ জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু করেছে।

প্রধান স্টেশনগুলিতে টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। পাশাপাশি রেলওয়ের টিকিট পার্টনার Shohoz.com এর মাধ্যমে ওয়েবসাইটেও টিকিট পাওয়া যায়।

ট্রেনের নন-এসি শোভন সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) আসনের ভাড়া ১,৩২৫ টাকা।

৭৮৫ আসনের এই ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৬:১৫ মিনিটে ছেড়ে যাবে এবং বিকেল ৩টায় কক্সবাজার পৌঁছাবে, ঢাকার বিমান বন্দর স্টেশনে এবং চট্টগ্রাম স্টেশনে থামবে।

রাত ৮টায় কক্সবাজার ছেড়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়। রবিবার ট্রেন চলাচল বন্ধ থাকবে।

রেলওয়ে কর্মকর্তাদের মতে, ট্রেনটি কোরিয়া থেকে আমদানি করা ১৬টি কোচের র‌্যাক দিয়ে চলবে।

পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেসের সাথে যোগ দেয়, যা পর্যটকদের ঢাকা এবং কক্সবাজারের মধ্যে একটি সুবিধাজনক এবং দ্রুত যাত্রার জন্য আরও বিকল্প প্রদান করে।ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৪৬ কিলোমিটার।