প্রেস বিজ্ঞপ্তি:
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নীল নকশার ডামি নির্বাচন বর্জনের জন্য সারাদেশে বিএনপির আহবানে লিফলেট বিতরণের কর্মসূচির অংশ হিসেবে ঈদগাহ উপজেলায় লিফলেট বিতরণকালে ৩/১/২০২৪ ইং আইনশৃঙ্খলা বাহিনী কতৃক বিএনপির নেতা-কর্মীদের আক্রমণ করে সেই ঘটনায় ঈদগাঁও থানায় একটি মিথ্যা হয়রানি মূলক মামলা দায়ের করে। মামলায় ঈদগাহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহজানকে গ্রেপ্তার করে তাকেসহ ৭ জন বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিদেরকে আসামি করে দ্রুত বিচার আইনে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তার মুক্তি দাবি জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
কক্সবাজার জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এড হাসান সিদ্দিকী প্রেরিত বার্তায় জানানো হয়েছে।
ঈদগাঁও বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, প্রতিবাদ ও নিন্দা
