মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবিদুর রহমান আবিদ এর পিতা ডাঃ হাকিম রমিজ আহমদ (৮৬) আর নেই। শনিবার ৬ ডিসেম্বর রাত ৯ টার দিকে ডাঃ হাকিম রমিজ আহমদ এর অপর সন্তান, ইসলামি ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনিসুর রহমান এর চট্টগ্রাম শহরস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন।
মরহুমের সন্তান অ্যাডভোকেট আবিদুর রহমান আবিদ এ তথ্য নিশ্চিত করেছেন। ডাঃ হাকিম রমিজ আহমদ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ডাঃ হাকিম রমিজ আহমদ রামু’র রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী সিকদার পাড়ার মরহুম মাওলানা আবদুল আজিজ ও মরহুমা আমেনা বেগমের পুত্র। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরায় বসবাস করতেন। মৃত্যুকালে ডাঃ হাকিম রমিজ আহমদ ২ পুত্র, ৬ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
রোববার ৭ ডিসেম্বর আছরের নামাজের পর রামু’র রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী সিকদার পাড়ার ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে মরহুম ডাঃ হাকিম রমিজ আহমদ এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের সন্তান অ্যাডভোকেট আবিদুর রহমান আবিদ জানিয়েছেন। প্রসঙ্গত, মরহুম ডাঃ হাকিম রমিজ আহমদ এর সহধর্মিণী ২০২৩ সালে পবিত্র হজ্ব পালনের সময় সৌদী আরবে ইন্তেকাল করেন।
আইনজীবী সমিতির শোক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবিদুর রহমান এর পিতা ডাঃ হাকিম রমিজ আহমদ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন। সমিতির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।