সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলার রামু উপজেলার চেরাংঘাটাস্থ রাখাইন সম্প্রদায়ের উসাইচেন (বড় ক্যাং) বৌদ্ধ মন্দিরে গত ৬ই জানুয়ারী গভীর রাতে প্রায় দেড়শো বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উপাসনালয়ে অগ্নিসংযোগের অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের সম্প্রীতির বন্ধন বেশ দৃঢ়। কিন্তু, কতিপয় সমাজবিরোধী দূর্বৃত্তরা ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টার মাধ্যমে এই ধর্মীয় সম্প্রীতি নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত। সমাজের কোন সভ্য মানুষ এমন গর্হিত অপরাধকে সমর্থন করতে পারেনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির প্রতিটি নেতাকর্মী প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির বন্ধন জোরদারে দায়বদ্ধ।
রামুর বড় ক্যাংয়ের অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে কঠিণ শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবী জানান নেতৃবৃন্দ। সেইসাথে, এমন ঘৃণ্য ঘটনায় নিরিহ কাউকে হয়রানি না করার জন্যও প্রশাসনের প্রতি আহবান জানান রামু উপজেলা বিএনপির সভাপতি মোকতার আহমেদ ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবু।