সংবাদ বিজ্ঞপ্তি ::
পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর হাই ডেফিনেশন স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি'র এক যুগে পদার্পণ উৎসব উদযাপন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসএ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল।
এসএ টিভির কক্সবাজারস্থ রিপোর্টার আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের এডিশনাল এসপি ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।
এসময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাবেক সভাপতি ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, ইকরাম চৌধুরী টিপু, ফরহাদ ইকবাল, মাইনুদ্দীন হাসান শাহেদ, ইমাম খাইর, সাইফুল ইসলাম, রহিদুল কবির ও এস এ পরিবহন কক্সবাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক শামীম। এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ, পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
প্রসঙ্গত: "সাথে আছি সবসময়, সারা বিশ্বময়" এ শ্লোগানকে ধারণ করে ২০১২ সালের ১৯ জানুয়ারী সম্প্রচারে এসেছিলো এসএ টেলিভিশন।