মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দ্বাদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সোমবার (২২ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাইমুম সরওয়ার কমল কক্সবাজার-৩ আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনে সাইমুম সরওয়ার কমল ১৬৭০৩৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১৪৫০৯০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৬ জন প্রার্থীর মধ্যে বিজয়ী সাইমুম সরওয়ার কমল ব্যতীত বাকী ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সাইমুম সরওয়ার কমল সাবেক সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত, জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, আওয়ামী লীগ নেতা মরহুম ওসমান সরওয়ার সরওয়ার আলম চৌধুরীর সন্তান।
জাতীয় সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে দেওয়া তথ্য মতে,
দ্বাদশ জাতীয় সংসদে আরো যাঁরা হুইপ এর দায়িত্ব পেয়েছেন, তাঁরা হলেন-জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত আবু সাইদ মাহমুদ আল স্বপন, দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচিত ইকবালুর রহিম, নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফি বিন মর্তুজা, ও নারায়ণগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত নজরুল ইসলাম বাবু।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।