বলরাম দাশ অনুপম:
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের কাউন্সিল। সেদিন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সকাল ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলররা জেলা পূজা উদযাপন পরিষদের আগামী দিনের নেতা নির্বাচন করবেন। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত জেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সাধারণ সভায় এই তথ্য জানানো হয়। উক্ত সভায় সভাপতির বক্তব্যে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ বলেন, পূজা উদযাপন পরিষদ হচ্ছে সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের সংগঠন। এই সংগঠনের ব্যানারে আমরা জেলার বিভিন্ন প্রান্তে সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। আগামী দিনেও সকলে ঐক্যবদ্ধ হয়ে এই অগ্রযাত্রা অব্যাহত রাখবো। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় বক্তব্যে রাখেন-জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, অধ্যাপক অজিত দাশ, উদয় শংকর পাল মিঠু, উজ্জ্বল কর, স্বপন পাল, বিপুল সেন, সিনিয়র কর্মকর্তা অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু, স্বরুপম পাল পাঞ্জু, সাংগঠনিক সম্পাদক বিশ^জিত পাল বিশু, কর্মকর্তা রাধা গোবিন্দা দাস ব্রহ্মচারী, এডভোকেট দীলিপ ধর, সনজিত চক্রবর্তী, ডাঃ পরিমল দাশ, দীপক দাশ, দ্বীপ্তি শর্মা, এডভোকেট অশোক আচার্য্য, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদক জনি ধর, সদর উপজেলার সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, রামু উপজেলা সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক সদ্বীপ শর্মা, ঈদগাঁও উপজেলার সাধারণ সম্পাদক জিকু দাশ, চকরিয়া উপজেলা সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌর সভাপতি টিটু বসাক, পেকুয়া উপজেলা সভাপতি সুমন বিশ^াস, সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ, কুতুবদিয়া উপজেলা সভাপতি অধ্যাপক সমীর কান্তি দাশ, সাধারণ সম্পাদক ডা: রাজীব শীল, মহেশখালী উপজেলা সভাপতি মাষ্টার ব্রজ গোপাল ঘোষ, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর প্রনব কান্তি দে, উখিয়া উপজেলা সভাপতি স্বপন শর্মা রনি এমইউপি, সাধারণ সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ রবি, টেকনাফ উপজেলা সাংগঠনিক সম্পাদক ননা শীল প্রমুখ। উক্ত সভায় জেলার শ্রেষ্ঠ মৃৎশিল্পী নেপাল ভট্টাচার্য্য, রামু-ঈদগাঁও-সদর উপজেলা পূজা কমিটির নব-নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিয়নে নির্বাচিত সনাতনী সম্প্রদায়ের জনপ্রতিনিধিদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতাপাঠ করেন নেপাল ভট্টাচার্য্য।