মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রুবাইয়া আফরোজ (১৭৪৯৯) কে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারী)জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রুবাইয়া আফরোজ’কে এ নিয়োগ দেওয়া হয়। রুবাইয়া আফরোজ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের ইউএনও পদে কর্মরত আছেন। বিজয়নগরে তিনি ২০২৩ সালের ১০ ডিসেম্বর যোগদান করে অধ্যাবদি দায়িত্ব পালন করছেন। রুবাইয়া আফরোজ বিসিএস (প্রশাসন) ৩৩ তম ব্যাচের একজন সদস্য। রুবাইয়া আফরোজ কক্সবাজার জেলা প্রশাসনে যোগদান করলে তিনি হবেন, কক্সবাজার জেলা প্রশাসনের দ্বিতীয় মহিলা অতিরিক্ত জেলা প্রশাসক।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল ইতিপূর্বে সরকারের উপসচিব পদে পদোন্নতি লাভ করেছেন।