সিবিএন:
কক্সবাজারের রামুতে তাড়াহুড়ো করে মসজিদে ঢুকতে গিয়ে যুবকের মৃ'ত্যু হয়েছে।
যুবকের নাম মুনসেফ আলী সিকদার(২৫)।
তিনি রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন'র ৭নং ওয়ার্ডের ফকিরামুরার বাসিন্দা আহমদ আলীর পুত্র।
জানা গেছে,শনিবার (২৭ জানুয়ারি) মাগরিবের নামাজ পড়তে ওযু করার পর জামায়াতের সাথে নামাজ আদায়ের জন্য দ্রুতগতিতে মসজিদে প্রবেশ করার সময় মসজিদের মূল ফটকে কাঁচের দরজায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।
পরে মুসল্লিরা গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সদালাপী মুনসেফ আলী সিকদার কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সিনিয়র যুব সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।