আতিকুর রহমান মানিক, কক্সবাজার:
ঈদগাঁওতে টপ সয়েল কাটার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকালে ঈদগাঁও সদর ইউনিয়নের বংকিম বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বলেন, ফসলী জমি থেকে টপ সয়েল কেটে নেয়ার গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টপ সয়েল ভর্তি ডাম্পার আটক করা হয় ও ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই ইউনিয়নের চান্দের ঘোনা গ্রামের জনৈক আলমগীর মাটি বোঝাই ডাম্পারের মালিক বলে জানা গেছে।
এলাকার সচেতন মহল বলেন, অবৈধ শতাধিক ডাম্পার ঈদগাঁওর পরিবেশ প্রকৃতি ধ্বংস করছে। ফসলী জমি থেকে টপ সয়েল লুট, অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও পাহাড় কাটাসহ যাবতীয় অনাচারে লিপ্ত থাকে এই ডাম্পারগুলো।
ফসলী জমি থেকে টপ সয়েল কাটলে আবারো অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ইউএনও।