প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের রামুতে সড়ক দূর্ঘটনায় জোয়ারিয়ানালা হাজ্বী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের মো. শাহেদ রানা (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১ ফেব্রুয়ারি)) সকাল ৮ টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. শাহেদ রানা জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব নোনাছড়ি এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
জোয়ারিয়ানালা হাজ্বী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক সিকদার জানিয়েছেন- সকালে জোয়ারিয়ানালা বাজারের পাশে দাঁড়ানো অবস্থায় অস্টম শ্রেণির ছাত্র মো. শাহেদ রানাকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারমুখি যাত্রীবাহি বাস ‘হানিফ’। মূমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। দূর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়।
খবর পেয়ে রামু থানার পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিল সড়ক দূর্ঘটনায় ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- জোয়ারিয়ানালায় স্কুল ছাত্রকে চাপা দেয়া গাড়িটি আটকের চেষ্টা চলছে। এব্যাপারে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
এদিকে সড়ক দুর্ঘটনায় জোয়ারিয়ানালা হাজ্বী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. শাহেদ রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। ঢাকা থেকে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া জোয়ারিয়ানালা হাজ্বী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক নীতিশ বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহষ্পতিবার আছরের নামাজের পর জোয়ারিয়ানালা পূর্ব নোনাছড়ি সিকদার পাড়া হীরার বাপের জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রামুতে শিক্ষার্থীর মৃত্যুতে হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি‘র শোক
