জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়:
আজ ২ ফেব্রুয়ারি শুক্রবার অমর একুশে বইমেলা ২০২৪-এর ২য় দিনে নতুন বই এসেছে ৩১টি।
সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলা একাডেমি সূত্রে জানা যায়, ছুটির দিন শুক্রবার মেলা শুরু হয় সকাল ১১:০০টায় এবং চলে রাত ৯:০০টা পর্যন্ত। বইমেলা আজ ছিল শিশুপ্রহর।
বইমেলায় বিশিষ্টজনদের প্রকাশিত বই গুলো হলো: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু এর প্রবন্ধ 'এগিয়ে যাবে বাংলাদেশ'(আগামী প্রকাশনী),মো. রফিকুল হক আখন্দ এর ইতিহাস গ্রন্থ 'বিশ্বজুড়ে আখন্দ বংশ'(জ্যোতি প্রকাশ),আবদুল মমিন চৌধুরী/সৈয়দ মনজুরুল ইসলাম এর জীবনী গ্রন্থ 'শ্রেষ্ঠ ১০০ ইতিহাসের শ্রেষ্ঠ শত মনীষীর জীবনী'(পাঠক সমাবেশ),আবুুল কাসেম এর প্রবন্ধ বঙ্গবন্ধুর রাজনৈতিক অর্থনীতি(অন্যপ্রকাশ), আনোয়ারা সৈয়দ হক এর শ্রেষ্ঠ উপন্যাস 'উপন্যাস'(আগামী প্রকাশনী) ইত্যাদি।
আগামীকাল ৩রা ফেব্রুয়ারি (২০২৪) শনিবার অমর একুশে বইমেলার ৩য় দিন। মেলা শুরু হবে সকাল ১১:০০টায়, চলবে রাত ৯:০০টা পর্যন্ত। আগামীকাল সকাল ১১:০০টা থেকে বেলা ০১:০০টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।
বিকেল ৪:০০টায় বইমেলার মূলমে অনুষ্ঠিত হবে দ্বি-শত জন্মবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি : মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রফিকউল্লাহ খান। আলোচনায় অংশগ্রহণ করবেন খসরু পারভেজ এবং হোসনে আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুহম্মদ নূরুল হুদা।