নাছির উদ্দীন আল নোমান:

ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে রাতভর শব্দদুষনে দশ গ্রামের বাসিন্দাদের ঘুম হারাম হয়ে গেছে। ইটভাটায় সরবরাহের জন্য ফসলি জমি থেকে কেটে নেয়া টপ সয়েলবাহী দ্রুতগামী ডাম্পার ট্রাক রাতভর চলাচলের ফলে গত কয়েক সপ্তাহ ধরে এ অবস্থা চলে আসছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

রাতভর শত শত ডাম্পার চলাচলের প্রচণ্ড শব্দের কারণে সারারাত ঘুমাতে না পারায় জনসাধারণ বিশেষ করে বয়োঃবৃদ্ধ, শিশু ও রোগীরা সীমাহীন দুর্ভোদুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, পালাকাটা রেল ক্রসিং এর দক্ষিণ পাশের জমি থেকে প্রতি রাতে এক্সেভেটর দিয়ে টপসয়েল কাটা হচ্ছে। রেল ক্রসিং সংলগ্ন বাইরোড ধরে রাবার ড্যামের দক্ষিণ পাশ দিয়েন ফরাজী পাড়া সড়কে উঠে আসে মাটি বোঝাই এসব ডাম্পার। প্রতিরাত ১০ টার পর থেকে শুরু হয় ফসলি জমির মাটিবাহী ডাম্পার চলাচল।

এ ছাড়া আরো বিভিন্ন বিল ও আবাদি জমি থেকে রাতের আঁধারে এক্সেভেটর দিয়ে এসব মাটি কেটে জালালাবাদ পূর্ব ফরাজী পাড়াস্হ টিকে ব্রিক ফিল্ডে পাচার করছে একটি সিন্ডিকেট।

প্রশাসনিক অভিযানের ভয়ে দিনের পরিবর্তে রাতে টপ সয়েল কাটছে তারা। এভাবে সারারাত চলছে মাটিবাহী ডাম্পারগুলো। আর দ্রুতগামী এসব গাড়ির তুমুল শব্দে ঘুমাতে পারছেনা রাস্তার পার্শ্ববর্তী বাড়িঘরের বাসিন্দারা।

স্থানীয়রা জানান, আইন-কানুন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে ফসলি জমি ও লোকালয়ের মধ্যে গড়ে তোলা টিকে ব্রিক ফিল্ড আশপাশের আবাদি জমি থেকে মাটি কেটে নিচ্ছে দীর্ঘদিন ধরে। এখন আবার নতুন যন্ত্রণা শুরু হয়েছে রাতে মাটিবাহী গাড়ি চলাচলে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।