রোটারি ক্লাব অফ আগ্রাবাদের প্রয়াত প্রেসিডেন্ট মরহুম শফিউল আলম এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রোটারি ক্লাব অফ আগ্রাবাদ পক্ষ থেকে “হোম ফর হোমলেস ২০২8" আওতায় অর্থনৈতিক অসচ্ছল তিনটি পরিবারের মাঝে আজ সেমিপাকা বাসস্থান হস্তান্তর করা হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার সময় হাটহাজারীর কাটিরহাট ধলই গ্রামে রোটারি ক্লাব অফ আগ্রাবাদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
রোটারি ক্লাব অফ আগ্রাবাদের প্রয়াত প্রেসিডেন্ট মরহুম শফিউল আলম ও ক্লাব সদস্য মরহুম সাগির দোভাষ এর স্বপ্ন পূরণে ক্লাবের পক্ষ থেকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ আগ্রাবাদ এর বর্তমান প্রেসিডেন্ট জনাব আলাউদ্দিন, পিপি লতিফ আনোয়ার চৌধুরী, পি পি সাইফুদ্দিন আহমেদ, পি পি এস কে আজিম পিন্টু, সদস্য ফয়সাল বিন আলম, হুমায়ুন আজাদ, ডা: মানতাকা তারান্নুম, এবং উপস্থিত ছিলেন অত্র এলাকার সমাজের সভাপতি ও সেক্রেটারি , এবং এলাকাবাসীরা।
রোটারি ক্লাব অব আগ্রাবাদ ১৯৭৭ সাল থেকে সারাদেশে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট জাফর আহমেদ এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এই প্রজেক্ট বাস্তবায়নে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ যথাক্রমে ইঞ্জিনিয়ার নাসির মাহমুদ, সাবেক প্রেসিডেন্ট সাইফুদ্দিন আহমেদ ও ক্লাব সদস্য ফয়সাল বিন আলম। সকলে আন্তরিক ভাবে কাজ করে হোম ফর হোমলেস প্রজেক্ট সম্পন্ন করে অদ্য ০৫/০২/২০২৪ তারিখে হস্তান্তর করা হয়।