সিবিএনঃ
পর্যটন শহর কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বৃহত্তর চট্টগ্রামের পাঠকনন্দিত ও বহুল প্রচারিত দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠাবার্ষিকী।
পত্রিকাটি ২২ পেরিয়ে ২৩ বছরে পদার্পণ উপলক্ষে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ক্রিড়া ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলা ঘটে। অনুষ্ঠানের প্রধান অতিথি সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীসহ সাঙ্গু পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন শুভার্থীরা। দীর্ঘপথ পরিক্রমায় দৈনিক সাঙ্গুর সাহসী যাত্রাকে সাধুবাদ জানিয়েছে সর্বশ্রেণি পেশার মানুষ।
সোমবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ ফুলের বুকেট, রজনীগন্ধা স্টিক, লাল গোলাপ ইত্যাদি ভালোবাসার প্রতীকসহ অনুষ্ঠান প্রাঙ্গণে হাজির হতে থাকেন সাঙ্গুর অগনিত পাঠক ও শুভানুধ্যায়ীগণ। অনুষ্ঠানে ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, মাল্টিমিডিয়া, জাতীয় ও স্থানীয় পত্রিকায় সম্পৃক্ত পেশাদার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বেশ উৎসবমুখর।
বিকাল সাড়ে ৩টার দিকে হাফেজ রফাত ইবনে ইউনুছের কুরআন তিলাওয়াতের মাধ্যমে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। তখন আগত অতিথিসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ফুল দিয়ে বরণ করেন সাঙ্গুর প্রতিনিধিরা।
কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক ইমাম খাইরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক ও প্রকাশক কবির হোসেন ছিদ্দিকী বলেন, বাজারে অনেক পত্রিকা আছে। সব পত্রিকা কিন্তু সব কথা লিখে না। সত্য লিখনিতে স্রোতের বিপরীতে পথ চলার ২২ বছর পার করেছে দৈনিক সাঙ্গু। অগণিত পাঠক ও শুভানুধ্যায়ীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমাদের চলার পথ আরো অনেক দূর বাকি। ২৩ বছরের পথে আপনাদের সকলের সহযোগিতা দরকার।
#বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনঃ
দৈনিক সাঙ্গুর ২৩ বছরে পদার্পণে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, সহসভাপতি মমতাজ উদ্দিন বাহারী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুদ কুতুবী, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, আওয়ামী তাঁতি লীগের সভাপতি আরিফ উল মওলা, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও কক্সবাজার ব্যুরো চীফ শামসুল হক শারেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও নারী কোর্টের স্পেশাল পিপি এডভোকেট একরামুল হুদা, কক্সবাজার জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ তারেক, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, দৈনিক বায়ান্নের চট্টগ্রাম ব্যুরো প্রধান কাজি হুমায়ুন কবির ও সাঙ্গুর লোহাগাড়াস্থ নিজস্ব প্রতিবেদক জাহেদুল ইসলাম।
কক্সবাজারের বর্ণাঢ্য আয়োজনে দিনকালের নুরুল ইসলাম হেলালী, নিউনেশনের মোহাম্মদ জুনাইদ, এনটিভির ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আইয়ের সরওয়ার আজম মানিক, মাছরাঙ্গা টিভির সুনীল বড়ুয়া, বাংলাভিশনের এম আর খোকন,  আজকের পত্রিকার মইনুদ্দিন শাহেদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার,  মোহনা টিভির আমানুল হক বাবুল, একুশে টিভির আবদুল আজিজ, এটিএন বাংলার মোয়াজ্জেম হোসেন সাকিল, ডিবিসি নিউজের শংকর বড়ুয়া রুমি, নয়া দিগন্তের গোলাম আযম খান, দৈনিক হিমছড়ির বার্তা সম্পাদক হুমায়ুন সিকদার, এসএ টিভির আহসান সুমন, কালবেলার ওয়াহিদ রুবেল, আলোকিত বাংলাদেশের এইচ সেলিম উল্লাহ, দ্যা রিপোর্টের আব্দুল্লাহ নয়ন, বণিক বার্তার ছৈয়দ আলম,
যুগান্তরের জসিম উদ্দিন, নয়া শতাব্দীর শাহীন মাহমুদ রাসেল, পূর্ব কোণের আরফাতুল মজিদ, আমার সংবাদের রাশেদুল ইসলাম, ঢাকাপোস্টের সাইদুল ফরহাদ, রাইজিংবিডির তারেকুর রহমান, সাংবাদিক জিয়াউল করিম, ইসলাম মাহমুদ, ওসমান গনি, আমিনুল করিমসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন, মোহাম্মদ ইয়াকুব ও মনসুর আলমের নেতৃত্বে কোস্ট ফাউন্ডেশন, মোঃ মাহাবুবুর রহমান ও মোঃ বেদারুল আলমের নেতৃত্বে কক্সবাজার সদর প্রেসক্লাব, স.ম ইকবাল বাহার চৌধুরী ও মোঃ হুবাইব সজিবের নেতৃত্বে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম, হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজির নেতৃত্বে হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ, ইফতেখারুল হায়দার চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, শাহেদ মিজানের নেতৃত্বে কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন), ইরফান উল হাসান ও মো: নেজাম উদ্দিনের নেতৃত্বে দৈনিক দৈনন্দিন, আজিজ রাসেলের নেতৃত্বে কক্সবাজার সাংবাদিক সংসদ, সাংবাদিক এম আর মাহবুব ও মুহাম্মদ আলম মাসুদের নেতৃত্বে আইডিয়াল প্রিন্টার্স, অহিদুল ইসলাম ও মোহাম্মদ আলীর নেতৃত্ব এসএসসি ৯৯ ব্যাচ, আরিফুল্লাহ নূরীর নেতৃত্বে সদর উপজেলা প্রেসক্লাব, মোহাম্মদ তৈয়ব উল্লাহর নেতৃত্ব আমাজন ট্রাভেল, খালেদ ওমর রানা ও মোঃ শফিউল আলম এর নেতৃত্বে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন, মিনার উদ্দিনের নেতৃত্বে অনির্বাণ শিল্পীগোষ্ঠী, মোহাম্মদ জসিম উদ্দিন ও শহিদুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার দর্জি শ্রমিক ইউনিয়ন, ইনজামাম উল হকের নেতৃত্বে শহর ছাত্রদল, ফরিদ মিয়ার নেতৃত্বে জাতীয় ছাত্র সমাজ, সৌদিপ্রবাসীদের পক্ষে নুরুল আমিন, দেলোয়ার হোসেন, কায়সার মাহমুদ সোহাগের নেতৃত্বে ফ্রেন্ডশিপ ফটোগ্রাফি, সিবি২৪ নিউজ, সিসিএন, সিইএইচআরডিএফ, কক্সিয়ান এক্সপ্রেস, সী-ওয়ার্ল্ড ম্যানপাওয়ার এন্ড সিকিউরিটি লিমিটেড, জাতীয় সাংবাদিক সংস্থা, যুব রেড ক্রিসেন্ট, ফুলকুঁড়ি আসর।
এছাড়া আওয়ামী লীগ নেতা আসিফ উল মওলা, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যাপক ফরিদুল আলম, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মিজানুর রহমান, উইজডম গ্লোবাল স্কুলের অধ্যক্ষ মাহবুবুর রহমান, কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, জুভেনাইল ভয়েস ক্লাবের সভাপতি একেএম রিদওয়ানুল করিম সাঙ্গুর আয়োজনের সঙ্গে সংহতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
দৈনিক সাঙ্গুর উপজেলা প্রতিনিধিদের মধ্যে চকরিয়ার এম. মনছুর আলম রানা, ঈদগাঁওর এম.মিজানুর রহমান আজাদ, টেকনাফের এম. আমান উল্লাহ কবির ও মহেশখালীর সরওয়ার কামাল উপস্থিত ছিলেন।
কক্সবাজারের বর্ণিল আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি অশেষ ধন্যবাদ জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি ইমাম খাইর। বিশেষ করে সম্পাদক কবির হোসেন ছিদ্দিকীসহ দৈনিক সাঙ্গু পরিবার ও কক্সবাজার প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।