এম.এ আজিজ রাসেল, কক্সবাজার :
পর্যটন নগরী কক্সবাজারে অবৈধভাবে চলাচল করছে রেন্ট বাইক ও কার। এই সার্ভিস ঘিরে গড়ে উঠেছে একাধিক সিন্ডিকেট। কলাতলী থেকে মেরিন ড্রাইভ রোড পর্যন্ত এসব কার ও বাইক চলাচল করে। যার ফলে সড়কে বাড়ছে বিশৃঙ্খলা। বিশেষ করে কলাতলীর ডলফিন মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে রেন্ট বাইক ও কারের অবৈধ স্টেশন স্থাপন করা হয়েছে। এতে ডলফিন মোড়ে প্রতিনিয়ত লেগে থাকে যানজট। পাশাপাশি পর্যটক ও স্থানীয়দের চলাচলে ব্যাঘাত পোহাতে হয়।
সোমবার অবৈধভাবে গড়ে ওঠা এসব রেন্ট বাইক ও কার সার্ভিসের বিরুদ্ধে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে প্রায় বাইকসার্ভিস প্রোভাইডাররা বন্ধ করে পালিয়ে যায় ৷ এসময় দুইটি কার, তিনটি বাইক জব্দ করা হয়। সিলগালা করা হয় দুইটি দোকান এবং দুইজনকে বিভিন্ন মেয়াদে অর্থদন্ড দেওয়া হয়৷
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “কলাতলী মোড়ে শৃঙ্খলা ফেরাতে ও পর্যটক-স্থানীয়দের দুর্ভোগ লাঘবে এই অভিযান চালানো হয়। এসময় জাকির রেন্ট এ বাইক, রাউন্ডিং ট্রিপ রেন্ট এ বাইককে ১০ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুইটি কারের মালিক না পাওয়ায় জব্দ করা হয়।”
এ সময় বিআরটিএ এর সহকারি পরিচালক উথোয়াইনু চৌধুরী ও ইন্সপেক্টর মামুনুর রশীদ প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন৷
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।